ব্রাহ্মণবাড়িয়া - ০২ আসনের সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করেছেন।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার রুমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরাইলের ইউএনও মো. আবুবকর সরকার সিনিয়র সিভিল জজ আদালতে আবেদন করেছেন। এর আগে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার কিছু অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া - ০২ নির্বাচনি আসনের সতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তাঁর গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ এনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি উঠিয়ে তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের ধারণকৃত ভিডিও থেকে জানা যায়, তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলেন, “আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতা দেখাচ্ছি, এরপর আর শুনব না।” এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, “এইভাবেই আপনাদের দেখাই। আমি যদি না বলি, এখান থেকে বের হতে পারবেন না—স্যার, মাথায় রাখবেন।” এ সময় রুমিন ফারহানা ইংরেজিতে বলেন, “This is the last time. I am warning you.” এর জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিচু স্বরে বলেন, “আচরণবিধি লঙ্ঘন করলে। সব জায়গায় আমরা ব্যবস্থা নিই।”
BRAHMONBARIA
নিজস্ব প্রতিবেদক
1/7/20261 min read


তাজা খবর